বিজ্ঞাপন স্থান

কমলনগরে মাদ্রাসার অর্থ আত্মসাতের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন।



লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার খায়ের হাটে অবস্থিত চর আব্দুল্লাহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম আবদুল হাকিমের বিরুদ্ধে প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
বুধবার সকাল ১১টার দিকে প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা মাদ্রাসা প্রাঙ্গণে তার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দের অর্থ যথাযথ কাজে ব্যয় না করে অধ্যক্ষ ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছেন।
এ সময় প্রতিষ্ঠানের প্রধান ফটক ও কিছু অংশ তালাবদ্ধ অবস্থায় দেখা যায়, যা প্রশাসনিক জটিলতার ইঙ্গিত বহন করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাৎকৃত অর্থ ফেরতের দাবি জানান।